আপনার প্রথম ডেমো রীল একত্রিত করার জন্য দরকারি কিছু পরামর্শ
() translation by (you can also view the original English article)
আজকের আর্টিকেলে ডেমো রীল তৈরির সময় যেসব বিষয় খেয়াল রাখতে হয় তার উপর কিছু পরামর্শ দিবো। সফল ভিডিও ফ্রিল্যান্সার হওয়ার ১০টি মূল সূত্র বিষয়ে আমার শেষ আর্টিকেলে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর ভাব্লাম ডেমো রীলের উপর এমন একটি আলোচনাও ফলপ্রসূ হতে পারে। উপভোগ করুন!
সূচনা
আমার নাম রেমিংটন ম্যাকএলানি এবং আমি একজন তরুণ ফ্রীল্যান্স মোশন গ্রাফিক ডিজাইনার। বেশ কয়েকজন আমাকে সাইটের বাইরে যোগাযোগ করে পরামর্শ চেয়েছে এই বিষয়। তাদের সবার মধ্যে যে বিষয়টি সাধারণত দেখা গেছে তা হল তাদের কারোরই ডেমো রীল খুব আহামরি কিছু ছিল না। আমি নিশ্চিত যে আমরা প্রত্যেকেই জানি ডেমো রীল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার দক্ষতা যাচাই করতে নিয়োগকর্তারা এই টুলকেই সবচাইতে বেশি প্রাধান্য দিবেন। আপনার হাতে ১৫ সেকেন্ড সময় থাকবে তাদের মনোযোগ আকর্ষণের এবং সব মিলিয়ে ৬০ সেকেন্ড থাকবে তাদের মুগ্ধ করতে। খুব বেশি সময় পাবেন না! দেড় বছর ধরে ফ্রিল্যান্সিং করার পর অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ডেমো রীল নিয়ে নতুন করে কাজ করার।
আমি এই কাজটি করার আগে প্রচুর গবেষণা করেছি এবং সত্যি কথা বলতে কয়েকশো রীল দেখেছি। এই কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি এবং আশা করছি আপনাদেরও তা জানাতে পারবো। সেই সাথে আপনাদের কিছু সময় বাঁচল। আমি অনেক চিন্তা ভাবনা ও পরিশ্রম করে আমার রীলটি বানিয়েছি। কিন্তু তারপরেও এটি যে নিখুঁত হয়নি সে বিষয়ে আমার চাইতে ভালো কেউ জানে না। আমি মনে করি আপনারা যদি আমার পরামর্শ নিতে চান তাহলে আপনাদেরকে আমার রীলটি দেখানো প্রয়োজন।
আপনি কি প্রস্তুত?
আপনি নিজেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করতে পারেন তা হল:
আপনার কি সত্যিই ডেমো রীল প্রয়োজন?
আপনি এতদিন যতো অসাধারণ কাজ করেছেন সেগুলো সল্পতম সময়ে দেখানোর উপায় হচ্ছে ডেমো রীল। কোন স্টুডিওতে চাকরির জন্য আবেদন করার জন্য এটি একটি অত্যাবশ্যকীয় উপাদান। তবে কেউ যদি আপনার রীল দেখতে না চায় তাহলে আপনার তা দরকার নেই। আমার মতে একটা খারাপ মানের রীলের চাইতে একদমই রীল না থাকা ভালো। আপনার ডেমো রীলে যুক্ত করার করার মতো টিউটোরিয়াল ভিত্তিক বা স্পেক ওয়ার্ক নয় এমন কাজের ভালো নমুনা যদি না থাকে তাহলে হয়তো আপনি এখনও রীল তৈরি করার জন্য প্রস্তুত না। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করেছি তারপর প্রায় বছরখানেক অপেক্ষা করার পর অবশেষে আমার প্রথম ডেমো রীলটি তৈরি করতে পেরেছি।
আমি আরও বেশি সময় অপেক্ষা করতে পছন্দ করি। কিন্তু তারপরেও অ্যানিমেশন স্টুডিওতে কিছু চাকরির প্রস্তাবের জন্য আমার রীল তৈরি করা দরকার ছিল।আপনি একটি রীল তৈরি করার আগে কিছু উল্লেখযোগ্য মানসম্পন্ন কাজ করে নিতে পারলে তা কাজে দিবে। আপনার রীল একত্রিত করার সময় আপনি যদি শুধুমাত্র আপনার কাজের নমুনা দিয়ে ৪০-৬০ সেকেন্ড সময় ভরাতে না পারেন তাহলে আপনার জন্য সবচাইতে ভালো সিদ্ধান্ত হবে এই কাজটি স্থগিত রাখা এবং আরও কিছু কাজ না করা পর্যন্ত অপেক্ষা করা। সন্দেহ থাকলে অপেক্ষা করাই শ্রেয়।
উপযুক্ত সাউন্ড ট্র্যাক নির্বাচন করা
তবে নিশ্চিত হয়ে নিন যে দর্শক অডিও অন না করলেও যাতে আপনার রীলটি বুঝতে পারে।
ডেমো রীলের অডিও ট্র্যাক মানুষের অনুভূতি এবং ডেমো রীলের গতির উপর অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। কোন ধরণের মিউজিক ব্যবহার করলে আপনার রীলটি সবচাইতে বেশি ভালোভাবে উপস্থাপন করা যাবে তা নির্ধারণ করার জন্য যথেষ্ট সময় দিন এবং চিন্তা ভাবনা করুন। সাধারণত মানুষ তাদের রীলের জন্য ভোকালের চাইতে হাশিখুশি যান্ত্রিক মিউজিক ব্যবহার করতে বেশি পছন্দ করে। তবে আপনি যদি ধীর গতির গান বা ভোকালসহ মিউজিক নির্বাচন করেন তাহলে আপনার রীলে এক ধরণের নতুনত্বের ছোঁওয়া আসবে।
আপনার রীল একত্রিত করার আগে একটি ট্র্যাক বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। এতে করে আপনি মিউজিকটি নিজের সুবিধার জন্য কাজে লাগাতে পারবেন এবং তাল অনুযায়ী তা এডিট করতে পারবেন। আমি আরও এক ধাপ এগিয়ে গিয়ে আমার থ্রিডি অ্যানিমেশনের একটি মিউজিকসহ তৈরি করেছি। যদিও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে রীলে যাতে মিউজিকের ভূমিকা এত বেশি দরকারি না হয় যেন অডিও চালু না করলে দর্শক রীলটি বুঝতেই পারবে না। যদিও সবাই অডিও চালু করে আমাদের রীল দেখতে থাকলে আমাদের খুবই ভালো লাগবে, তবুও দুঃখের বিষয় হচ্ছে সবাই শব্দ চালু করে রীল দেখে না। কাজেই এটি মনে রাখবেন।
রূপান্তর, রূপান্তর, রূপান্তর
আপনার ডেমো রীলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রূপান্তর প্রক্রিয়া। আপনার ক্লিপগুলোর একটার সাথে আরেকটার মধ্যে এবং একই ক্লিপের মধ্যেও রূপান্তর অনেক গুরুত্বপূর্ণ। আপনার রীলে যা কিছু আছে তার সবকিছুর জন্য প্রজেক্ট ফাইল থাকবে। কাজেই সেগুলো কাজে লাগান এবং আপনার ক্লিপের স্থানান্তরের সময় সৃষ্টিশীলভাবে কাজে লাগান। অ্যানিমেটররা যা করে তার একটা বিশাল অংশ জুরে থাকে ট্রানজিশন। কাজেই মানুষ যখন আপনার রীল দেখবে তখন স্বাভাবিকভাবেই এমন কিছু দেখার আশাও করবে। আপনার কাজের তালিকা থেকে সেরা কিছু ট্রানজিশন বেছে নিয়ে তুলে ধরুন! সাউন্ড ত্র্যাকের সাথে সাথে ট্রানজিশন নিয়ে আসাও অনেক দর্শক দেখবে বলে আশ আকরে। কাজেই এমন কিছু করার চেষ্টা করুন।
আপনি কিভাবে আপনার ক্লিপ সাজিয়ে নিবেন সেটিও গুরুত্বপূর্ণ। একই ধরণের কাজ বারবার দেখাবে এমনটা নিশ্চয়ই আপনিও চান না। সেই সাথে কালার স্কিমেও ভিন্নতা আনতে চাইবেন আপনি। আপনার যদি একই টোনের একাধিক ক্লিপ থেকে থাকে তাহলে সেগুলোর মধ্যে যথাসম্ভব সময়ের দূরত্ব রাখবেন। অন্ধকারাচ্ছন্ন ক্লিপ থেকে আলোকিত ক্লিপে পরিবর্তন এক ধরণের চমৎকার কন্ট্রাস্ট নিয়ে আসতে পারে। মনে রাখবেন যে আপনি কিভাবে আপনার রীল গুছিয়ে নিচ্ছেন তা অনেকটা আপনার কাজের মতোই গুরুত্বপূর্ণ।
সংক্ষিপ্ত করুন
আপনার ডেমো রীলটি সংক্ষিপ্ত রাখা জে কতোটুকু জরুরী তা বলে শেষ করা যাবে না। বিশেষ করে তা যদি হয় আপনার প্রথম রীল। আপনি যদি দ্যা ফাউন্ড্রির অংশ না হয়ে থাকেন্ন তাহলে ৩ মিনিটের রীল আপনার প্রয়োজন নেই। এক মিনিটের বেশি আর এক বিন্দুও আমি পরামর্শ দিবো না। ছোট এবং সংক্ষিপ্ত রাখাই সর্বোত্তম পন্থা। আমার পরামর্শ হচ্ছে শুরুর দিকে আপনার সেরা কাজগুলো উপস্থাপন করুন। কারণ দর্শকের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনার হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় থাকবে। আমি কিছুটা বাজি ধরেই আমার ডেমো রীলের উপসংহার তেনেছি ৩০-৪৫ সেকেন্ডের মাথায়। কেননা আমি জে মিউজিকটি বাছাই করেছিলাম তাতে এমন করাই শ্রেয় ছিল। গ্রেস্কেল গরিলার ব্লগে একটি দারুণ উপদেশ পড়েছিলাম:
আপনার সবচাইতে দুর্বল মানের দুইটি ক্লিপ বেছে নিন
আপনার রীলের উপর অনবরত কাঁচি চালাতে থাকুন এবং দুর্বল স্থানগুলো চিহ্নিত করুন। হয় সেগুলো মুছে দিন অথবা আরও শক্তিশালী কাজ দিয়ে স্থানান্তর করুন। আপনি বরং আজেবাজে কন্টেন্ট দিয়ে তৈরি লম্বা রীলের চাইতে দারুণ সব কাজে ভর্তি ছোট একটা রীল তৈরি করলেই ভালো করবেন। সন্দেহ থাকলে সংক্ষিপ্ত করুন।
আকৃতির মূল্য
আপনার প্রথম ডেমো রীল তৈরি করার সময় জে গুরুত্বপূর্ণ বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল... আপনার ফাইলটি কতো বড়ো করবেন? অবশ্যই সবাই চাইলে কোন রকম কাটাছেঁড়া ছাড়াই সম্পূর্ণ ৫ গিগাবাইটের ফাইলটি আপলোড করে দিতে যাতে পৃথিবীর সবাই দেখতে পায় তাদের কাজ কতো অশাধারন হয়েছে! দুঃখের বিষয় হল, এত বড়ো ফাইল বাফার হওয়ার জন্য কেউ অপেক্ষা করে বসে থাকবে না। সঠিক ভিডিও কোডেক খুঁজে বের করা বেশ কঠিন একটা কাজ এবং আমি শেষমেশ বেশ কয়েকটি ফাইল এনকোড করেছি জতদিন না নিজের মন্মত কিছু পেয়েছি। ধিরগতির ইন্টারনেট সংযোগ রয়েছে এমন জায়গায় যাতে দ্রুত লোড হয় সেটি খেয়াল করা উচিত। কিন্তু আমাদের সবার হিংসার পাত্র যার কিনা বিদ্যুতের গতিতে ইন্টারনেট চলে সেখানে সে সর্বোচ্চ সুবিধা পাচ্ছে এমনটা নিশ্চিত করতে হবে।
আমি এখানে রেন্ডার সেটিং নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ প্রত্যেকের এক্ষেত্রে কাজের ধরণ ভিন্ন। এখানে উন্নতির জায়গা সবসময়ই রয়েছে। আপনি শুধুমাত্র সেটির উপর নির্ভর করে বেশ কয়েকটি আর্টিকেল লিখে ফেলতে পারবেন। যাই হোক, আমি শেষমেশ কী ব্যবহার করেছি তা এবং সেই সাথে উপদেশ শেয়ার করছি। আমি সবচাইতে দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম রঙের সঠিক ব্যবহার নিয়ে এবং যখন সবকিছু কম্প্রেস করা হচ্ছিল তখন সেটি নষ্ট হয়ে যায়নি। আমি এইচ.২৬৪ কুইক টাইম ফাইল নিয়ে নিরীক্ষা করে দেখেছি (এবং রঙের উন্নতির জন্য গামা সেটিং সমন্বয় করে নিয়েছি)। কিছু ফ্ল্যাশ ফাইল (এফ৪ভি, এফএলভি) দিয়ে ছোট আকারের ফাইল পাওয়ার চেষ্টা করছিলাম এবং শেষমেশ এইচ.২৬৪ এমপি৪ ফাইল বেছে নিয়েছি। আমার চূড়ান্ত ফাইলের আকার প্রায় ১৫০ মেগাবাইট ছিল। কাজেই ডেমো রীল তৈরি করার এই গুরুত্বপূর্ণ শর্তটি ভুলে যাবেন না এবং আপনার প্রয়জনের সাথে তাল মিলিয়ে ফাইলের ধরণ বেছে নিবেন।
কে আপনি?
নিশ্চিত হয়ে নিন যে মানুষজন আপনাকে চিনে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আমি জানি এটি বেশ মৌলিক একটি তত্ত্ব, তবে আমি এমন কিছু মানসম্পন্ন রীল দেখেছি যেখানে এই তথ্যগুলো উহ্য রাখা হয়েছে। আপনি যদি ইউটিউব বা ভিমিওর মতো হোস্টিং সাইট ব্যবহার করে থাকেন তাহলে আপনি কখনোই জানতে পারবেন না আপনার রীলটি কথায় যাচ্ছে যদি না আপনি নিশ্চিত করে নিচ্ছেন যে অন্য কেউ এটিকে অন্য কোথাও এমবেড করতে পারবে না। আমি আমার ভিডিওগুলোকে এর আগে বিভিন্ন অদ্ভুত জায়গায় এমবেড হতে দেখেছি। তবে এটি যদি ভিউ পেতে থাকে এবং দরশকেরা যদি জানতে পারে যে এটি আমার কাজ তাহলে আমি ব্যক্তিগতভাবে কিছু মনে করবো না!
তবে যোগাযোগের বিস্তারিত বিবরণ (ইমেইল, টেলিফোন, ফ্যাক্স, ঠিকানা, ফেসবুক, টুইটার...) দিয়ে বোঝা বাড়াবেন না। আপনার সাথে যোগাযোগ করার জন্য যতোটুকু তথ্য না দিলেই না শুধু সেটুকুই দিবেন।
টিউটোরিয়াল
এটি বেশ গুরুত্বপূর্ণ! আমি নিশ্চিত যে আপনারাও জানেন এমন কিছু আমি বলবো। টিউটোরিয়ালগুলো শেখার জন্য যতোই দারুণ হোক না কেন, এগুলো শেখার কাজে শুধুই একটা মাধ্যম হিসেবে কাজ করে। চর্চা করার জন্য কারও শেখানো পদ্ধতি পুনরুৎপাদন করা খুবই ভালো উপায়। কিন্তু আপনার নিজের কাজ হিসেবে ডেমো রীলে তা দেখিয়ে দেওয়া ঠিক না। এটি যে শুধু অন্যায় তা না, বরং আপনার ব্যর্থতার প্রথম ধাপ।
আপনার ক্লায়েন্ট আশা করবে যে আপনি প্রয়োজনে একই মানের সৃষ্টিশীল কাজ তাদের জমা দিতে পারবেন। তবে আপনার জ্ঞান যদি শুধু টিউটোরিয়ালভিত্তিক হয় তাহলে তা করতে গিয়ে আপনাকে বেশ বেগ পোহাতে হবে। আরেকটি যে বিষয় খেয়াল রাখতে হবে তা হল আপনি যদি কোন ডিজাইন স্টুডিওতে আবেদন করার জন্য রীলটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি কোন টিউটোরিয়াল থেকে আপনার রীলে অনুকরণ করেছেন কিনা তা বুঝে ফেলবে। তারা যদি একটি টিউটোরিয়ালও খুঁজে পায় তাহলেও আপনার সমস্ত কাজ নিয়েই সন্দেহ প্রকাশ করবে।
স্পেক ওয়ার্ক হচ্ছে আপনি যখন কোন কোম্পানির জন্য বিনা পারিশ্রমিকে কাজ করবেন।
স্পেক ওয়ার্কও এই শ্রেণিতে পড়তে পারে। যারা জানেন না আমি কী নিয়ে কথা বলছি, তাদের জন্য বলছি, স্পেক ওয়ার্ক হচ্ছে যখন আপনি বিনামূল্যে কোন কোম্পানির জন্য কাজ করবেন। অন্য ভাষায় বলতে গেলে আপনি যদি এমটিভির জন্য চমৎকার একটি লোগো ট্রানজিশন তৈরি করেন, অথচ তারা কখনও আপনাকে কাজটি করে বলেনি, তাহলে সেটি হচ্ছে স্পেক ওয়ার্ক। কলেজের ছাত্রছাত্রীরা এমন অ্যাসাইনমেন্ট প্রায়ই পায় যেখানে তাদের এমটিভি, ভিএইচ১, নাইকি, গ্যাটোরেড, ইত্যাদির মতো বড়ো বড়ো কোম্পানিগুলোকে নতুন করে ব্র্যান্ডিং করতে হয়। এটি খুব কাজের একটি অ্যাসাইনমেন্ট। কিন্তু এই কাজগুলো পরবর্তীতে অনেক ছাত্রছাত্রীর ডেমো রীলের অন্তর্ভুক্ত হতে দেখা যায়। এতে করে ক্লায়েন্ট একটা ভুল ধারণা পায় যে আপনি এইসব কোম্পানির জন্য সত্যি সত্যি কাজ করেছেন। কাজেই কোন কোম্পানি যদি চুক্তিভিত্তিকভাবে তাদের কাজের জন্য আপনার সাথে যোগাযোগ না করে তাহলে সেইসব কাজকে আপনার ডেমো রীলে তাদের লোগোসহ ব্যবহার না করাই ভালো।
উৎস
ডেমো রীল নিয়ে গবেষণা করার সময় আমি যেসব দরকারি উৎস খুঁজে পেয়েছিলাম তার মধ্যে কয়েকটি দেওয়া হল।
গ্রেস্কেল গরিলার ব্লগ
এই ব্লগে একগাদা দারুণ সব তথ্য রয়েছে যেগুলো ডেমো রীল সম্পর্কে জানতে চাওয়া লোকজনের কাজে লাগবে। ডেমো রীল সমালোচক রয়েছেন যারা প্রতিটি ডেমো রীল বিভিন্ন খণ্ডে ভেঙ্গে ব্যাখ্যা করে বুঝায় কোনটি কাজের এবং কোনটি কোন কাজে লাগবে না। আপনার রীল তৈরি করার বিষয়ে বেশ কিছু ব্লগে পোস্টও খুঁজে পাওয়া যাবে। তার এই ফিচারের আরেকটি চমৎকার দিক হচ্ছে এখানে মাত্র ৫ সেকেন্ডের প্রতিযোগিতা হয় যেখানে আপনাকে আরও ভালো কাজ করে দেখাতে হবে স্পেক বা টিউটোরিয়ালভিত্তিক কাজ ছাড়াই কাজেই চারপাশে খুঁজে দেখুন এবং কিছু ডেমো রীলের সমালোচনা দেখে নিন।
রীল সম্পর্কিত প্রতিক্রিয়া
এটি এমন একটি সাইট যেখানে আপনি আপনার রীল সম্পর্কে প্রতিক্রিয়া জানতে একজন পেশাদারকে নিয়োগ করতে পারেন। আমি এখনও এই সেবাটি নেইনি, তবে অদূর ভবিষ্যতে এটি নিশ্চয়ই পরীক্ষা করে দেখব। আমি এই সাইটটি সম্পর্কে দারুণ কিছুমতামত পেয়েছি এবং আশা করছি এটি অবশ্যই একবার অন্তত ঘুরে দেখব। এটি কারও কারও কাছে দামী মনে হতে পারে তবে স্টুডিওতে ফুল টাইম চাকরি পাওয়ার মূল মন্ত্র হচ্ছে এই ডেমো রীল। কাজেই কিছুটা বিনিয়োগ এখানে করাই যেতে পারে। তবে আপনি যদি তাদের কাছাকাছি বাস করার মতো সৌভাগ্যবান হয়ে থাকেন তাহলে তারা মাঝে মাঝে বিনামূল্যে আপনাদের রীলের রিভিউ করে দিতে পারে। এই বিষয়টিও এই সাইটে ঘোষণা দিয়ে করা হয়।
চমৎকার সব অ্যানিমেশন ডেমো রীল
আমি মনে করি নিজের রীল তৈরির সময় অন্যের তৈরি ভালো ডেমো রীল দেখাও অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রায় কয়েকশো রীল দেখেছি এবং এখানে আপনাদের সাথে আমার প্রিয় কয়েকটি রীল শেয়ার করছি। এটি একটি ভিমিওর গ্রুপ যা আমি এই আর্টিকেল লেখার উদ্দেশ্যেই শুরু করেছিলাম। এটি আপনাদের কাজে লাগবে আশা করছি। নতুন কোন রীল খুঁজে পেলে আমি এটিকে উপদেত করতে থাকব। যাতে করে আপনার এখানে অ্যাকাউন্ট থাকলে এই গ্রুপে যোগ দিয়ে আপডেট পেতে পারেন। আর আমি যদি অবিশ্বাস্য ভালো কোন রীল মিস করে যাই তাহলে সেগুলো এই গ্রুপে যোগ করে দিন বিনা দ্বিধায়। আপনার জায়গায় আমি হলে অবশ্যই সময় নিয়ে সবগুলো না হলে কিছু কিছু রীল দেখার চেষ্টা করতাম। কারণ একটা ভালো রীলের যা যা বৈশিষ্ট্য থাকতে পারে তার সবগুলোই এগুলোতে রয়েছে।
ঠিক আছে বন্ধুরা! আজ এইটুকুই। আশা করছি এই আর্টিকেলটি আপনাদের কাজে লেগেছে এবং আপনার পরবর্তী ডেমো রীলে এখানে উল্লেখিত পরামর্শগুলো প্রয়োগ করে সাফল্য পাবেন। আমি সবসময় একটা কথা বলি, এগুলো সবই আমার নিজস্ব মতামত। কোনভাবেই "কাজ করার উপায়" নয় এগুলো। আপনার যা যা পছন্দ হয় সেই পরামর্শ গুলো গ্রহণ করুন আর বাকিগুলো রেখে যান। আপনার নিজের রীলও নিচের কমেন্টঅংশে দিয়ে যান। আমি সেগুলো দেখে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করবো। আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে চলুন এই পোস্টের কমেন্ট সেকশনে আলোচনা চালিয়ে যাই।